বাংলাদেশ ক্রিকেটের এক মহা নায়ক মোহাম্মদ আশরাফুল। এটা স্বীকার করতে হয়ত কারো বাদা থাকবেনা। এই মোহাম্মদ আশরাফুল ই বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানদের মধ্যে একজন। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছেই এই ব্যাটস ম্যান। ইংগিত দিচ্ছেন দলে ফেরার। মোহাম্মদ আশরাফুল যে ফুরিয়ে যান নি তার প্রমাণ দিচ্ছেন তিনি।
আজ বৃহস্পতিবার ফের বিকেএসপিতে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে আশরাফুল তুলে নিয়েছেন সেঞ্চুরি । আজ ১৩৭ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস উপহার দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার এই দ্বায়ীত্বশীল ইনিংস ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার।আশরাফুলের শতকে ভর করে পাঁচ উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
এই নিয়ে ডিপিএলের আশরাফুলের ১২ ম্যাচে ৪ টি সেঞ্চুরি করেছেন। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৫১তম ম্যাচ ও নবম শতক। আর ২য় স্থানে রয়েছেন প্রাইম দোলেশ্বরের লিটন দাস। তিনি ৩ টি সেঞ্চুরি করেছেন।
ঘরোয়া ম্যাচে আশরাফুলের এমন জলন্ত ইনিংসই বলে দেয় জাতীয় দলে ফিরে আসছেন মোহাম্মদ আশরাফুল। সেটা হয়ত খুব শীগ্রই।