জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান আটক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি সিদ্দিক হোসাইসহ ১০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজশাহী থেকে তাদেরকে আটক কারা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনা-এসি আল আমিন সোমবার সকাল ৯টায় নগরীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেতেম খাঁ এলাকায় গোপন বৈঠককালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে গ্রেফতার করা হয়। অধ্যাপক মুজিব রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য।

গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন।