আজ নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে । সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। পাশে শক্তিশালী প্রতিপক্ষ ভারত। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে যে অবিশ্বাস্য একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এরপর আজই আবার মুখোমুখি দলদুটি। ইতিমধ্যে টস হয়ে গেছে , টস হেরেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। আর টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হচ্ছে ম্যাচটি।
প্রথম ম্যাচের ফলাফলঃ
আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল ভারত। হারলেও সে ম্যাচের একাদশের উপরই আস্থা রেখেছে দলটি।
একাদশ :
বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেস রায়না, মানিশ পান্ডে, রিশাভ পান্ত, দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় সংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্রা চাহাল ও শারদুল ঠাকুর।