‘তামিমের ছেলে ভবিষ্যৎ মেয়েদের ক্রাস’

৩ বছরের পা রাখলো দেশসেরা ওপেনার তামমি ইকবালের ছেলে আরহাম ইকবাল। ২০১৬ সালে ২৮ ফেব্রুয়ারি ব্যাংককে জন্ম হয় আরহাম ইকবাল খানের। এই বয়সে বাবার মতো পোজ দিয়ে ছবি তুলতে চেষ্টা করে এ ছোট্ট আরহাম। মাঝে মধ্যে তামিমকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলের ছবি পোস্ট করতে দেখা যায়। বরাবরের মতো গতকালও তেমন একটি ছবি পোস্ট করেন তামিম।

তামিমতবে এ ছবিটা ছিলো একটু ব্যতিক্রম। তাই ছবি পোস্ট করার সাথে সাথে কমেন্টের বন্যা বয়ে যায়। একভক্ত লিখেছেন, ‘আমি গর্বিত, চট্টগ্রামে জন্মে, কারণ আমার আছে দেশসেরা ওপেনার, তামিম ইকবাল। কিউটের ডিব্বা আরহাম ইকবাল, চট্টগ্রামে প্রতিটি মেয়ের আইডল আয়েশা ভাবি।’ আরেকভক্ত লিখেছেন, ‘মাশআল্লাহ্ ভাতিজা তো কিউটের ডিব্বা, ভাই ভাতিজারে সাবধানে রাইখেন বড় হইলে মেয়েরা লাইন ধরে পিছনে ঘুরবে।’

আরেকভক্ত লিখেছেন, ‘সুন্দর, কিউটের ডিব্বা আরহাম ইকবাল।’ আরেকভক্ত লিখেছেন, ‘আমাদের ভাতিজা ভবিষ্যতে বাংলাদেশী মেয়েদের ক্রাস হবে গ্যারান্টেড।’ আরেকভক্ত লিখেছেন, ‘ভবিষ্যৎ হিরো আরহাম। আরেকভক্ত লিখেছেন, ‘ভাতিজা তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল, বাবার মতো ড্যাশিং হবা একদিন তুমিই হবে বাবার আদর্শের সূর্য সন্তান।’

ছবি ও কমেন্ট তামিম ইকবালের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।