‘হট সিন’ শব্দটা শুনলেই অনেক কল্প রচিত হয়ে যায় মনের মধ্যে। নিয়ন্ত্রণবাদীরা বলেন শব্দটা বড়ই অশ্লীল। কিন্তু যারা উদারবাদী তাঁদের এমন শব্দ কিছু এসে যায় না। তবে একটা কথা বলতে হয় শ্লীল বা অশ্লীল-এর বেড়াটাকে দূরে সরিয়ে রাখলে দেখা যাবে বাংলা সিনেমায় সাহসী দৃশ্যের সংযোজন আজকের বিষয় নয় এর চল বহু পুরনো। শিল্প-সাহিত্যের যেখানেই মানুষ-মানুষীর সম্পর্ক গল্পের সুতোয় তান বেঁধেছে সেখানেই বারবার অবতারনা ঘটেছে শারীরিক সম্পর্কের। সিনেমাটিক প্ল্যাটফর্মে যখন এমন সব দৃশ্য দৃশ্যায়িত হয়েছে তখন তা বিকিয়েছে ‘হট-সিন’ শব্দে আধারে। নব্য বাংলা কিছু ছবিতে এমন কিছু ‘হট-সিন’ সম্প্রতি আলোচনায় এসেছিল। তেমনকিছু ছবি- রইল আপনাদের জন্য। দেখে নিন ভিডিও–
‘হট সিন’-এ শ্রীলেখা মিত্র জিজিবাসা নামে এই ছবির একটি উত্তেজক দৃশ্যে অভিনয় করেছিলেন শ্রীলেখা মিত্র। অর্থের বিনিময়ে এক জনের স্ত্রী সাজার অভিনয় করছিলেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে তিনি শ্বশুরবাড়িতেও আসেন। আর সেখানেই নকল স্বামীর সঙ্গে রাত কাটানোর সময় ঘটে যায় অঘটন।
পামেলা মণ্ডল ও সাগ্নিক সম্পর্ক নামে একটি ছবি এই জুটি-র উত্তেজক দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছিল একটা সময়।
তিনপাত্তি ত্রিকোণ সম্পর্কের এই ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পুজা বসু এবং ঋত্বিক চক্রবর্তী। এই ছবিতে ইন্দ্রনীল ও পুজার একটি উত্তেজক দৃশ্য একটা সময় ভালরকম আলোচনায় এসেছিল।
তিনপাত্তি ত্রিকোণ সম্পর্কের এই ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পুজা বসু এবং ঋত্বিক চক্রবর্তী। এই ছবিতে ইন্দ্রনীল ও পুজার একটি উত্তেজক দৃশ্য একটা সময় ভালরকম আলোচনায় এসেছিল।