‘ন্যাশনাল ক্রাশ’ নামেই তাঁকে চেনে সবাই। ভুরু নৃত্যের মাধ্যমেই ইন্টারনেট দাপাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দিক থেকে টেক্কা দিয়েছেন বলিউডের তিনি খান-সহ ক্রীড়া তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। সেই তালিকা থেকে বাদ পড়েননি ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গও।
সেই প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকেই এবার সিংহাসনচ্যুত করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কড়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন নেহা। সেই ভিডিওতে তিনি প্রিয়ার মতোই অভিনয় করেছেন। নিজের হাসি, চোখের খেলা এবং বন্দুকবাজি দিয়ে তিনিও ভক্তদের বুকে ঝড় তুলে দিয়েছেন। প্রিয়াকে রীতিমতো টেক্কা দিয়েছেন নেহা, এমনই দাবি জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন।
পোস্টে নেহা লিখেছেন, ‘‘প্রিয়ার প্রভাব। শুধু বন্দুকটা উল্টো হাতে হয়ে গিয়েছে।’’
এই ভিডিওটি নিয়ে ‘উইঙ্ক কুইন’-এর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সিংহাসনচ্যুত হওয়ার অনুভূতি যে খুব একটা ভাল নয়, তা বলাই বাহল্য।
প্রসঙ্গত, পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সিম্বা’-য় রণবীর সিংহের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে প্রিয়াকে।