গতকালকে বাংলাদেশের ম্যাচ জিতাটা যতোটা না বেশি আলোচিত ছিলো তার চেয়েও বেশি আলোচিত ছিলো ম্যাচ জিতার পর মুশফিকের নাগিন ড্যান্সটি। আর সেই ড্যান্সটি শুরু করেন বাংলাদেশ দলের স্পিনার নাজমুল অপু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় রাজশাহীর ড্যারেন স্যামিকে তিনি এমন ভঙ্গিতে ভয় দেখাতেন। সেই থেকে একদিন মাঠেও করে ফেলেন।
গত বছর ২৮ নভেম্বর চট্টগ্রামে বসে অপু বলেন, ‘গতবার রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামিকে এটা দেখালে ভয় পেত। সেখান থেকেই শুরু। তারপর একদিন ম্যাচেও করেছি। এরপর তো হয়ে গেছে।’
ঘরের মাঠের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অপু জাতীয় দলে আসেন। লাল-সবুজের জার্সিতেও তাকে এই উদযাপন করতে দেখা যায়।