‘নির্বাচন নিয়ে এতো ভয় কেন, খেলা হবে মাঠে’

নির্বাচন নিয়ে এতো ভয় কেন, খেলা হবে মাঠে। আর এ নির্বাচনী মাঠে ছক্কা মেরে আবারও বিজয়ী হবেন শেখ হাসিনা। বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এ সময় তিন মাস প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচন নিয়ে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় পরবর্তীতে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’ এছাড়াও দলীয় নেতাকর্মীদের বিরোধ ভুলে আগামী ছয় মাস সবাইকে ঘরে-ঘরে যেয়ে নৌকার জন্য ভোট চাওয়ার আহ্বানও জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রমুখ।