পান্ডের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ!

একের পর এক বিতর্কে ভারতের তারকা ক্রীড়াবিদরা। মুহম্মদ সামির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান।
দেশের নামী টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে এক নাবালিকা।

এবার ক্রিকেটার হার্দিক পান্ডের। অন্য দু’ জনের মতো না গুরুতর না হলেও বিতর্ক তাড়া করছে ভারতের তারকা অলরাউন্ডারকেও।পান্ডের বিরুদ্ধে অভিযোগ, সংবিধান প্রণেতা বিআর অম্বেডকরকে তিনি অসম্মান করেছেন। এর জন্য যোধপুর আদালত হার্দিক পান্ডের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজস্থান পুলিশকে নির্দেশ দিয়েছে।

কী করেছেন পান্ডে? ডিসেম্বরে নাকি পান্ডে টুইট করেছিলেন, ‘কোন অম্বেডকর? যিনি সংবিধানের খসড়া তৈরি করেন নাকি তিনি, যিনি দেশে সংরক্ষণ নামে রোগ ছড়িয়ে দিয়েছেন?’

রাজস্থানের জালোর জেলার রাষ্ট্রীয় ভীম সেনার জনৈক সদস্য আইনজীবী ডিআর মেঘওয়াল এফআইআর করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হন। সেই সময়ে পুলিশ তাঁর দাবিতে কর্ণপাত না করলে তিনি যোধপুর আদালতের দ্বারস্থ হন।

মেঘওয়ালের বক্তব্য, এ ধরনের মন্তব্য করে পান্ডের মতো জনপ্রিয় ক্রিকেটার দেশের সংবিধান ও সংবিধান প্রণেতাকে অসম্মান করার পাশাপাশি আম্বেদকর যে সমাজের মানুষ, তাঁদের ভাবাবেগকেও আঘাত করেছেন। এর জন্য পান্ডের শাস্তি হওয়া উচিত বলে নিজের আবেদনে জানিয়েছেন মেঘওয়াল।
এখন দেখার পান্ডের কী হয়!