বিশ্বকাপ বাছাইপর্বের পর্দা নামছে আজ রোববার। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ফাইনালের মধ্য দিয়ে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বেশ ফুরুফুরে মেজাজেই খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।
আর সেই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে আফগানদের বোলিং তাণ্ডবে ৪৬.৫ ওভারে ২০৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রভম্যান পাওয়েল। শিমরন হেটমায়ার করেন ৩৮ রান এবং ক্রিস গেইল ১৮ বল খেলে ১০ রান করেন। আফগানিস্তানের হয়ে জাদরান ১টি, মুজিব ৪টি, গুলবদিন নাইব ২টি, শরফুদ্দীন আশরাফ ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।
২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শেজাদের ব্যাটিং তাণ্ডবে সাত উইকেট হাতে রেখে ৪০.৪ ওভারে জিতে জায় আফগানিস্তান। ব্যক্তিগত ১৪ রান করে কেমো পলের বলে সাঝঘরে ফেরেন গুলবাদিন নায়িব। অন্যদিকে ৮৪ রান করা শেজাদকে ফেরান ক্রিস গেইল। পরে ব্যক্তিগত ৫১ রানের মাথায় রহমতশাহকেও ফেরান গেইল।
তবে সামিউল্লাহ ও মোহাম্মদ নবীর যথাক্রমে অপরাজিত ২০ এবং ২৭ রানে সাত উইকেটে জয় পায় আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট নেন গেইল এবং ১টি উইকেট নেন পল।