এবছর জুনে রাশিয়ার মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপের। ১৪ জুন পর্দা উঠে শেষ হবে ১৫ জুলাই। তবে মূল পর্বে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্সের মতো তারকাসমৃদ্ধ দলগুলো।
আর তাই ফুটবল প্রেমীদের সামনে অপেক্ষা করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ২৩ মার্চ শুক্রবার ফুটবল প্রেমীদের জন্য থাকছে এমনই একটি ব্যস্ত সময়সূচি।
চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ সময়ে কখন কে কার মুখোমুখি হচ্ছে-
উরুগুয়ে বনাম চেক প্রজাতন্ত্র – বিকেল ৫টা ৩৫ মিনিটে শুরু।
ব্রাজিল বনাম রাশিয়া – রাত ১০টায়।
আর্জেন্টিনা বনাম ইতালি – দিবাগত রাত পৌনে ২টায়।
পর্তুগাল বনাম মিশর – দিবাগত রাত ১টায়।
জার্মানি বনাম স্পেন – দিবাগত রাত পৌনে ২টায়।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস – দিবাগত রাত পৌনে ২টায়।
ফ্রান্স বনাম কলম্বিয়া – দিবাগত রাত ২টায়।
পেরু বনাম ক্রোয়েশিয়া – দিবাগত রাত দেড়টায়।
সার্বিয়া বনাম মরক্কো – দিবাগত রাত দেড়টায়।
মেক্সিকো বনাম আইসল্যান্ড – দিবাগত রাত ৩টায়।