ফ্রান্সে আবারো শুরু হয়েছে জিম্মি নাটক। জানা গেছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি শহরের সুপারমার্কেটে এক ব্যক্তি গুলি ছুঁড়লে অন্তত দুজন নিহত হয়। বন্দুকধারী ওয়েসময় আরো কয়েজঙ্কে জিম্মি করে। ফ্রান্স এটা কে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। ফ্রন্সের মতে, ওই ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) প্রতি তার সমর্থন প্রকাশ করে ওই হামলা চালায়।
তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই একই এলাকায় আরেকটি ঘটনায় এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। তারা আরো জানায়, কারাসোনন শহরে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ওই শহর থেকে গাড়ির পথে ১৫ মিনিটের দূরত্বে ট্রেবেস শহরে শুক্রবার সকালে একটি সুপারমার্কেটে বেশ কয়েকজনকে জিম্মি করেছে একজন বন্দুকধারী।
উল্লেখ্য, ট্রেবেসে এক ব্যক্তি সুপার ইউ সুপারমার্কেটে সকাল ১১টা ১৫ মিনিটে ঢুকে পড়েছে। ওই এলাকা এড়িয়ে চলতে মানুষজনকে বারণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।