বিশ্ব ক্রিকেট আজ টক অব দ্যা টপিক হল বল টেম্পারিং। এরই মাঝে নড়ে চড়ে বসেছে আই সি সি সহ প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ড। আগামি মাসেই বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। ৭ এপ্রিল থেকেই শুরু হবে এই আসর। বল টেম্পারিং বিষয়টা নিয়ে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টকেও তা ছুঁয়ে যেতে পারে বলে শঙ্কা ঘণীভূত হচ্ছে। তবে আশার কথা।
ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের মতে, ইপিএলে কোনোভাবেই বল টেম্পারিংয়ের প্রভাব পড়বে না। নির্বিঘ্নে, স্বচ্ছন্দে ও নিজস্ব গতিতেই এগিয়ে চলবে খেলা।
কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্কে এক বছর করে নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার। ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্যানক্রফট। এ সময়ে তাদের আর্থিক লোকসান গুনতে হবে বাংলাদেশি টাকায় তা প্রায় ৮০ কোটি। তাছারাও দেশ ও দেশের বাইরে তাদের বিরুদ্ধে চছে নিন্দার ঝড়।
পার্থিব প্যাটেল আর বলেন বলছেন, যে ঘটনা ঘটেছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে আইপিএলের জনপ্রিয়তা অন্য রকম। বাইরের কোনো ঘটনা এ টুর্নামেন্টে প্রভাব ফেলবে না। অতীতই আমাদের অনুপ্রেরণা।
এবার আই পিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন এই খেলোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।