বাংলাদেশ ভালো খেলবে,কিন্তু ফাইনাল খেলবে ভারত ও শ্রীলঙ্কা-হাথুরুসিংহ

গতবছরের অক্টোবরেই হুট করে বাংলাদেশ দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাথুরে। আর তার পদত্যাগ করার পরেই তিনি আবারো বাংলাদেশে আসেন শ্রীলঙ্কা দলের কোচ হয়ে। আর তার কোচ হয়ে আসার পরেই শ্রীলঙ্কা দল অনেকটাই পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়, টেস্ট সিরিজ এবং টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা।

এবার আবার নিদহাস ট্রফিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং ভারত। এই সিরিজ নিয়ে হাথুরে বলেন ,’এই সিরিজটাকে আলাদা গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করছি না আমরা। অন্য সিরিজগুলো যেভাবে খেলি সেভাবেই মোকাবিলা করব।’

হাথুরে আরো বলেন ,’নিদহাস ট্রফিতে বাংলাদেশ ভালো খেলবে। কিন্তু ফাইনাল খেলবে ভারত-এবং শ্রীলঙ্কা। যেকোন একটি দল জিতবে শিরোপা।’