বিশ্বকাপ ২০১৮ কোন টিভি চ্যানেল সম্প্রচার করবে জেনে নিন

আজ থেকে ২০১৮ বিশ্ব কাপের ১০০ দিন গোনা শুরু। তবে আগামী ১৪ই জুন থেকে শুরু হবে বিশ্বকাপের জমজমাট এ লড়াই। ৩২টি দল, ৬৪টি ম্যাচ এবং একটি মাত্র ট্রফি। ১৫ই জুলাই। লড়াই শেষে নির্ধারণ কার ঘরে উঠছজে এবারের বিশ্বকাপ ট্রপি। বিশ্বকাপের ২১তম আসর এবার অনুষ্ঠিত হবে রাশিয়ায়। ১১টি শহরে মোট ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৬৪টি ম্যাচ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শুরু হবে সবুজ মাঠে পায়ের কারুকাজের লড়াই। পুরো রাশিয়ার এ মাঠ ও মাঠ ঘুরে আবার সেই লুজনিকিতেই শেষ হবে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখার সৌভাগ্য হাতেগোনা ক’জনের হলেও টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ১৬ কোটি বাংলাদেশি।

বিশ্বকাপের ৬৪টি ম্যাচ সরাসরি সমপ্রচার করবেমাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন। এর মধ্যে ৫৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার হলেও আটটি ম্যাচ ধারণ করে পরে দেখানোহবে। এছাড়া গুরুত্বপূর্ণ ৩৩টি ম্যাচ দেখাবে বাংলাদেশ টেলিভিশন।ফিফার কাছ থেকে মূল সম্প্রচার স্বত্ব কিনেছে সনি মিডিয়া। সেখান থেকে দুবাইভিত্তিক এলএসডি মিডিয়ার হাত বদল হয়ে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছে স্কয়ার গ্রুপের মিডিয়া কম,কে স্পোর্টস, জিরো মিডিয়া ও জাদু মিডিয়া লিমিটেড। এই চার কোম্পানির কনসোর্টিয়ামে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখাবে উক্ত তিন টিভি। গতকাল হোটেল সোনারগাঁওয়েরবলরুমে জাঁকজমকপূর্ণঅনুষ্ঠানে এসব তথ্য দেন চার কনসোর্টিয়ামের কর্মকর্তারা।