ভাল খেলেও ২০১৮ বিশ্বকাপে জায়গা হয়নি যাদের

ভাল ফুটবল খেলেও ২০১৮ রাশিয়ার বিশ্বকাপ ফুটবলে জায়গা হয়নী যে সব দল। মার্কিন যুক্তষ্ট্রের প্রসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের বন্ধুপ্রতিম রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতন তার দেশে খেলা হলেও বিশ্বকাপ ২০১৮ তে জায়গা হয়নী যুক্ত্রাষ্ট্রের। যদিও অনেকটা ভাগ্যের কাছেই হেরে গেছে আমেরিকা। যে গোলটা আমেরিকার ভাগ্য নির্ধারন করে সেই গোলটি নিয়ে ফুটবল বিশ্বে তর্কবিতর্কের কমতি ছিলনা।

এছাড়াও আরো রয়েছে ইতালি । ইতালির দলে ভাল ভাল খেলয়ার থাকা স্বত্তেও কোয়ালি ফাই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইতালি। যদিও দলে অনেক ভাল ভাল খেলোয়ার রয়েছে ইতালির।

ন্যাদারল্যন্ড ২০১০৪ সালে বিশ্বকাপে ৩য় স্থান অর্জন করলেও ২০১৮ রাশিয়ার বিশ্বকাপে দল টি মুল পর্বে আসতে ব্যর্থ হয়। এই তালিকায় আরো রয়েছে চিলি। সেবার দারুন খেলা দেখিয়েছিল চিলি। তবে ২০১৪ সালের বিশ্বকাপে ৩য় স্থানে উঠে আসপ্তে কম বেহ পেতে হয়নী ন্যাদারল্যন্ডকে। এমন ও হতে পারতো তারা  ফাইনালে খেলতো।

এই তালিকায় আরো রয়েছে , ওয়ালেস, আলজেরিয়া, ইউকেন, চেকরিপাবলিক, হাঙ্গেরি

তবে দেখার বিষয় মেসি নাইমারের মত প্লেয়ার নিয়ে ব্রাজিল আর্জন্টিনা কি চমক দেখাতে পারে ২০১৮ সালের রাশিয়ার বিশ্বকাপে। তবে ২০১৪ সালের বিশ্বকাপ জিয়ী জার্মান কিন্তু ছেড়ে কথা বলবে না।