মাজারে নারী পুলিশের নাচ, ভিডিও ভাইরাল

মাজারে মাজারে গেলে সবচেয়ে কমন বিষয় নারী পুরুষের নাচ আপনার চোখে পড়বেই। এটাই স্বাভাবিক। মাজারে মাজারে এমনটাই হয়ে থাকে। তবে এবার একটু ভিন্ন জিনিসই চলে এল নেট দুনিয়ায়। বলিউড গানের তালে তালে মাজারে নাচছেন এক নারী পুলিশ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হয়ে যায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পাকিপ্তান খাজা ফরিদ শুকরগঞ্জের মাজারে পাঞ্জাবের এক নারী পুলিশ সদস্য ইউনিফর্ম পরেই বলিউড ছবির গানের সঙ্গে ড্যান্স করছেন।

নাচার আনন্দ আর পরে থাকেনি। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিযোগ করেছেন, মাজারে নেচে তিনি আইন অমান্য করেছেন।