মাধ্যমিকের প্রশ্নপত্রে বিরাটের জীবনী

অপ্রত্যাশিত বিরাটকে পেয়ে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জীবনী লিখতে বিশেষ অসুবিধা হয়নি বলেই জানান অনেক পরীক্ষার্থী৷

মঙ্গলবার ছিল রাজ্যের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা৷১১ লক্ষ ২৯২১ জন পরীক্ষার্থীদের প্রশ্নে বিরাটের জীবনী লেখা ছিল বাধ্যতামূলক৷প্রশ্নের মান ১০৷এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট ম্যান’ বিরাট জনপ্রিয়তার শিখরে৷স্বাভাবিকভাবে বিরাটকে নিয়ে লিখতে বিশেষ অসুবিধা হয়নি ‘নেক্সট-জেন’-এর৷

৫ নভেম্বর, ১৯৮৮৷দিল্লির পঞ্জাবি পরিবারে জন্ম বিরাটের৷বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী৷মা সরোজ কোহলির হলেন গৃহীনি৷ কিন্তু জতীয় দলে খেলার আগে বাবাকে হারান বিরাট৷১৮ ডিসেম্বর, ২০০৬ বাবা মারা যাওয়ার পরও দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলে এসে বাবার সৎকার করেছিলন ১৮ বছরের সাহসী বিরাট৷

এর দু’ বছর পর অর্থাৎ ১৮ অগস্ট, ২০০৮ ভারতীয় দলের জার্সি পড়েন কোহলি৷টিম ইন্ডিয়ায় ১০ বছর জার্নিতে হয়ে ওঠেন বিশ্বক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার৷বিরাটের টেস্ট অভিষেক ২০ জুন, ২০১১ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে৷কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ২৬৯ নম্বর টেস্ট ক্যাপটা পান কোহলি৷

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে আর পিছনে তাকাতে হয়নি বিরাটকে৷