ক্লান্ত হয়ে গেছেন ম্যানসিটির বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। তবে খেলার কারনে ক্লান্ত নয়, তিনি ক্লান্ত হয়েছে মেসি-রোনালদোর সাথে তার তুলনা করা দেখে। এরপর নিজেই জানিয়ে দিলেন মেসি-রোনালদো থেকে একেবারেই আলাদা ফুটবলার তিনি।
প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, সব জায়গাতেই দারুন সময় কাটাচ্ছে ম্যানসিটি। আর ম্যানসিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ব্রুইন। কিছুদিন আগে জাভি ব্রুইনকে মেসির সাথে তুলনা করেছিল। এছাড়াও বিভিন্ন সময়ে অনেকেই তাকে মেসি-রোনালদোর সাথে তুলনা করেছিল। আর এসব তুলনা দেখে ক্লান্ত ব্রুইন।
ম্যানসিটির হয়ে চলতি মৌসুমে ১১ গোল করা ব্রুইন বলেন, এটা একেবারেই অসম্ভব মেসি-রোনালদোর সাথে আমার তুলনা করা। আমাদের পজিশন একেবারেই আলাদা।
ব্রুইন বলেন, তারা আমার চেয়ে অনেক উচ্চতায় এবং আমার চেয়ে গোলও তাদের ১০ গুন বেশি। যদি গোল করি তারা করে ১০০ গোল। তারা এক ম্যাচ নয়, পুরো মৌসুম এভাবেই খেলে। তারা যেভাবে খেলে এমন আরেকজন পুরো ইউরোপে খুজে পাওয়া কঠিন।