পিএসজি ছেড়ে ম্যানইউতে এসেছিলেন সুইডিশ তারকা জ্বাতান ইব্রাহিমোবিচ। তবে এবার ম্যানইউতে তার অধ্যায় শেষ হল। আমেরিকান মেজর সকার লিগের লা গ্যালাক্সিতে পরবর্তী অধ্যায় শুরু করবেন এই সু্ইডিশ তারকা। আর এই খবরটি দিয়েছে ইএসপিএন।
৩৬ বছর বয়সী ইব্রাহিমোবিচ ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে ম্যানইতে এসেছিলেন। তবে ম্যানইউর হয়ে সর্বশেষ ২৬ ডিসেম্ভর বার্নলীর বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর আর ম্যানইউর জার্সিতে দেখা যায়নি তাকে।
ইএসপিএন জানিয়েছে, ম্যানইউ কোচ মরিনহো ইব্রাহিমোবিচকে ক্লাব ছাড়ার অনুমতি দিয়েছে। আর দীর্ঘদিন ধরেই মেজর সকার লিগের দল লা গ্যালাক্সি তাকে কেনার জন্য আগ্রহী ছিল। এবার সেই ক্লাবই হতে যাচ্ছে ইব্রাহিমোবিচের নতুন ঠিকানা।
ম্যানইউর হয়ে ইব্রাহিমোবিচ ৫৩টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৯টি। জিতেছেন দুটি লিগ কাপ।