জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ১২ রানে লিটন দাস (৭) আউট হয়ে যান।
এরপর তামিম কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৩৫ রানে ওয়ানডাউনে নামা সৌম্য ফিরে যান মাত্র ১ রান করে। আর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হন। ১৯ বল থেকে চারটি চার ও একটি ছক্কার মারে তামিম করেন ২৭ রান। এরপর ৮ বলে ১১ রান করে ফিরেন মাহমুদউল্লাহ এখন সাব্বির-মুশফিকের জুটিতে খেলছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের জন্য দরকার ২৪ বলে ৫৭ রান।