শেষ মুহুর্তে বাংলাদেশ একাদশে বড় পরিবর্তন!

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিতলেই ফাইনাল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে এই স্টেডিয়ামে টানা দুই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।

নিদাহাস ট্রফিতে আজ বাঁচামরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ী দল নাম লেখাবে ফাইনালে। আঙুলের চোট কাটিয়ে ওঠা সাকিব আল হাসান মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি খেলবেন। সাকিবের পরিবর্তে বাদ পড়বেন কে? যদিও সাকিবের পরিবর্তে লিটন দাস দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু তিনি তার পারফরম্যান্সে দলে টিকে থাকবেন।

সাকিব একাদশে জায়গা পাওয়ায় বাদ পড়বেন আবু হায়দার রনি। অন্যদিকে নিজেকে মেলে ধরতে পারছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট খ্যাত সাব্বির রহমান। আর তাই আজকের ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন বিপিএলে ঝড় তোলা অলরাউন্ডার আরিফুল হক।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজ।