শোককে কাটিয়ে জয় দিয়ে হাসি ফুটাবে বাংলাদেশ টিম

শ্রীলংকা য়চলমান নিদাহস ট্রফিতে একটা সমীকরণ কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। যে দল টস আগে জিতেছে তারা কিন্তু আগে ফিংডিং নিচ্ছে আর আর টস জয়ীদল ই কিন্তু শেষ হাসিটা সেহে মাঠ থেকে বের হচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশ টস হারে ম্যাচো হারে ।পরের ম্যাচে টস জিতে ফিংডিং নিয়েলংকানদের ছুড়ে দেয়া ২১৫ রানের টারগেট দুর্দান্তভাবে ধরে ফেলে বাংলাদেশ। ছিনিয়ে আনে বিশাল এক জয়।

এখনও চনমনে মেজাজে আছেন মুশফিক-তামিমরা। এবার তাদের বাধা ভারতকে পার করতে হবে।গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন,টস খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ছে।

যদিও কদিনের থেমে থেমে বৃষ্টীতে মাঠ একটু ভেজা থাকতে পারে।প্রথম দিকে বল হালকা সুইং ও মুভমেন্ট করতে পারে ফলে ব্যাট করা একটু ষ্টসাধ্য হয়ে উঠতে পারে।