সৌদি প্রিন্স সালমানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সোদি আরবের বর্তমান বাদশা ক্ষমতায় আশার বছর খানিকের মধ্যে অপছন্দের লোকদের রাষ্ট্রীয় বিভিন্ন পদ থেকে অপসারণ করে পছ্ন্দরে লোকদের বসান। তার মধ্যে তার পরবর্তী বাদশা হওয়ার দৌড়ে থাকা ক্রাউন প্রিন্স হিসেবে থাকা বাদশা সালমানের বাতিজাকে অপসারন করে তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে সেই পদে বসান।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পদ পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দু হতে থাকেন। সৌদি ক্রাউন প্রিন্স দুর্নীতির নামে তার অপছন্দের কয়েকজন যুবরাজসহ শীর্ষ কর্মকর্তাদের আটক করেন। এরপর থেকে মোহাম্মদ বিন সালমান আলোচিত ও সমালোচিত।

এবার সেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্সের বোনের নাম হাসা বিনতে সালমান। প্যারিসে তিনি যে অ্যাপার্টমেন্টে বাস করেন সেই ভবনের সংস্কার কাজের করার সময় নিজের দেহরক্ষীকে একজন কর্মীকে পেটানোর আদেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গত ডিসেম্বরে তার বিরুদ্ধে প্রেফতারি পরোয়ারা জারি করা হয়েছিল।

ফ্যান্সের গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাপার্টমেন্টের কিছু সংস্কার কাজের জন্য ওই কর্মীকে ভাড়া করেছিলেন হাসা বিনতে সালমান। বাসার যে অংশ কাজ করবেন ওই কর্মী, সেই অংশের ছবি তোলাতে চটে গিয়েছিলেন তিনি।

ল্য পোঁয়া ম্যাগাজিন জানিয়েয়েছে, “রাজকুমারী চিৎকার করে বলেন, ওই কুকুরকে হত্যা কর, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।”