বিরাটকে চোখের আড়াল করতে চান না অনুষ্কা । প্রতি মুহূর্তে তাকে কাছে পেতে চান অনুষ্কা। আর তার জন্যই শ্যুটিং থেকে বিরতি নিয়ে সটান করে স্বামীর সান্নিধ্যে হাজির হয়ে গেলেন অনুষ্কা শর্মা। আইপিএল শুরু হচ্ছে সামনেই। সেই জন্যেই প্রস্তুতিতে ছিলেন বিরাট কোহলি। অন্যদিকে, অনুষ্কা মধ্যপ্রদেশে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’-র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।
ঘটান চলতি মাসের ২২ তারিখেই শ্যুটিং প্যাক আপ করে অনুষ্কা চলে আসেন নয়াদিল্লিতে বিরাটের কাছে। মধ্যপ্রদেশের পর্ব শেষ হওয়ার পরে দিল্লিতে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২৪ তারিখে। তবে স্বামীর সঙ্গে দু’দিন অতিরিক্ত থাকার জন্য আগেভাগেই দিল্লি চলে আসেন অনুষ্কা।
মুম্বইয়ের এক ট্যাবলয়েডের প্রতিবেদন বলা হয়, অনুষ্কা-বিরাট দু’জনেই কর্মজীবনে ভীষণ ব্যস্ত। একে অন্যের সান্নিধ্য প্রায় পান-ই না। তাই দু’দিনের অতিরিক্ত ছুটি পেয়ে আর দেরি করেননি। চলে এসেছেন বিরাটের সঙ্গে সময় কাটাতে।
সময়ও দারুণভাবে মিলে গিয়েছে। শনিবার ফের শুরু হয়ে গেল দিল্লি-পর্বের শ্যুটিং। বিরাটও আইপিএল-সতীর্থদের সঙ্গে থাকার জন্য উড়ে গেছেন বেঙ্গালুরুতে। কপোত-কপোতী নির্বিঘ্নে সময় কাটিয়ে ফের ব্যস্ত নিজেদের পেশাদারি জীবনে।