সেভিয়ার কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানইউ। ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি নিজেদের মাঠে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে শেষ ষোল থেকেই বিদায় নিল। এর আগে প্রথম লেগে দুই দলের লড়াইটি গোল শুন্য ড্র হয়েছিল।
এদিকে এই হারের সমস্ত দায় নিজের কাধেই নিয়েছেন মরিনহো। স্পেনের একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যখন ম্যাচ জিতে তখন সবাই জিতে। কিন্তু যখন হারে তখন কোচ হারে।
ইংল্যান্ড, স্পেন বা চিন সব জায়গাতেই এই নিয়ম। আমি হেরেছি এবং পরিষ্কার ভাবেই আমি ভুল করেছি।
মরিনহো বলেন, প্রথম লেগে গোল শুন্য ড্র করার পর আমি বুঝেছিলাম তারা কি করতে পারে এবং তারা সেটা করেছে। এটা তাদের জন্য ভালো। তারা পজিশন নিয়ন্ত্রন করেছে। আমরাও কিছু সুযোগ পেয়েছিলাম কিন্তু তারা গোল করেছে। প্রথম গোলের পর আমরা সমতা ফেরানোর জন্য লড়াই করেছিলাম। কিন্তু দ্বিতীয় গোলটিই সবকিছু শেষ করে দিয়েছে।
মরিনহো বলেন, সেভিয়াতে আমরা ম্যাচটি নিয়ন্ত্রন করেছি কিন্তু গোল করতে পারিনি। এখানে তারা নিয়ন্ত্রন করেছে এবং গোলও করেছে।
এদিকে কোয়ার্টার ফাইনালে উঠার জন্য সেভিয়াকে অভিনন্দন জানিয়ে মরিনহো বলেন, আমি তাদের অভিনন্দন জানাই। তারা ভালো ভাবেই জিতেছে। তারা আমাদের চেয়ে বেশি গোল করেছে এবং আমি মনে করি তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে খুশি।
চ্যাম্পিয়নস লিগ, লিগ কাপ ও প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এবার মরিনহোর সামনে আছে শুধুই এফ কাপ।