অতঃপর ভালবাসা ও বিয়ের বৈধতা দিল আদালত

আদালতের রায়ই শেষে বৈধতা দিল হাদিয়ার বিয়ে বৈধ। কেরালার একটি হিন্দু পরিবারে জন্ম হাদিয়ার পূর্বের তার নাম ছিল আখিলা অশোকান। মুসলিম যুবক শাফিনের সঙ্গে বিয়ের কয়েক মাস আগে হাদিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে নাম বদলে রাখেন হাদিয়া। পরেই হাদিয়ার বাবা কেরালা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট ২৪ বছর বয়সী হাদিয়ার বিয়ে বাতিল করে দেন। এর পর হাদিয়া শাফিন ভারতের সুপ্রিম কোর্টের দ্বরস্থ হন । ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার কেরালা হাইকোর্টের সেই রায় খারিজ করে দেন।

ভারতের সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, হাদিয়া ও তার স্বামী শাফিন জাহান একসঙ্গে থাকতে পারবেন। তাদের এই বিয়ে বৈধ। সুপ্রিম কোর্টের আদেশে আরও বলা হয়, ওই মামলায় কোনও অপরাধের যে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), তা তারা চালিয়ে যেতে পারবে। তবে হাদিয়া-শাফিনের বিয়ে সম্পূর্ণ বৈধ।
উল্লেখ্য হাদিয়ার বিয়ের ঘটনাটিকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে মামলায় অভিযোগ করা হয়, ধর্মান্তরণ করে শাফিনকে বিয়ে করতে হাদিয়াকে বাধ্য করা হয়েছিল।