অথচ ম্যাচের আগে মুশফিকের নামেই উচ্চারণ করতে পারছিলেন না ব্রেট লি!

ভারতের সাথে ম্যাচের পরেই শ্রীলঙ্কার সাথে আন্ডারডগ হিসেবেই মাঠে নেমেছিলো বাংলাদেশ। আর সেই ম্যাচের আগে কমেট্রির দুইজন শ্রীলঙ্কার রাসেল অরনল্ড এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি এসেছিলেন আউটফিল্ড নিয়ে কথা বলতে।

তখন ব্রেট লি রাসেলের কাছে প্রশ্ন করেন ,’ আপনার মতে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বিপদজনক খেলোয়ার কে? তখন রাসেলের উত্তর ছিলো ,’তামিম ইকবাল’।

রাসেল আরো বলেন ,’ আপনি মুশফিককেও বাদ দিতে পারেন না। সেও ওয়ান অফ দ্যা গ্রেট পারফর্মার। এরপরেই ব্রেট লি মুশফিকের নাম উচ্চারণ করতে গিয়ে দুইবার মু,মু বলেন। তবে রাসেল মুশফিকুর বলার পরেই লি বলেন ,’ ইয়েস,মু,মুশফিক ইজ ওয়ান ওফ দ্যা গ্রেট পারফর্মার।’