অধিনায়ক হওয়ার দৌঁড়ে কেন উইলিয়ামসন ৫৪ সাকিব ১২!

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে অষ্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসে অস্ট্রেলিয়া। যার ফলে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট।

একই সঙ্গে এই অপরাধের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার।

আইপিএল কর্তৃপক্ষ ‘নিষিদ্ধ’ করার আগেই অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ছেড়েছেন ওয়ার্নার। তারপর থেকেই প্রশ্ন ঘুরছে, কে হবেন দলটির পরবর্তী অধিনায়ক। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের পাল্টাটাই এখন পর্যন্ত বেশি ভারি, তবে অনেকে মনে করছেন শেখর ধাওযান, সাকিব আল হাসানের কাঁধেও উঠতে পারে হায়দরাবাদের নেতৃত্ব।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক জরিপে ভালোভাবে উঠে এসেছে বিষয়টি। কে হতে পারেন হায়দরাবাদের পরবর্তী অধিনায়ক- এমন একটি জরিপ করেছে ক্রিকইনফো। জরিপে কেন উইলিয়ামসনের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। কিউই দলপতির সম্ভাবনা দেখা যাচ্ছে ৫৪ শতাংশ। ভারতের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের সম্ভাবনা ২৫ শতাংশ। তারপরই সাকিবের নাম, বাংলাদেশ অধিনায়কের সম্ভাবনা ১২ শতাংশ। লড়াইয়ের চতুর্থ অবস্থানে থাকা ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের সম্ভাবনা দেখা যাচ্ছে ৯ শতাংশ। এখন পর্যন্ত ১৪ হাজার ৮৮২ জন ভোট প্রদান করেছেন এই জরিপে।

দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতানো সাকিবকে এবারের নিলামে কিনে নিয়েছে হায়দরাবাদ। চড়া দামেই বাংলাদেশি অলরাউন্ডারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন যখন হঠাৎ করে অধিনায়কত্ব নিয়ে সমস্যায় পড়তে হলো, সাকিবে সমাধান খুঁজতেই পারে দলটি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

তবে কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ানের মতো দুইজন থাকতে হায়দরাবাদ সাকিবকে বেঁছে নিবে কিনা তাতে যথেষ্টই সন্দেহ। নিউজিল্যান্ডকে অনেকদিন যাবত নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। তুখোড় নেতা হিসেবে আলাদা একটা সুনামও আছেন কিউই দলপতির। অন্য দিকে, ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে শিখর ধাওয়ানেরও।

শেষ পর্যন্ত কার কাঁধে নেতৃত্ব উঠছে সেটা জানার জন্য অবশ্য বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। হায়দরাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।