অধিনায়ক হিসেবে আবারো ব্যর্থ মাহমুদুল্লাহ

সাকিবের অধিনায়কত্বে ভাগ্য খেলে গিয়েছিলো মাহমুদুল্লাহর। বিপিএলে পারফর্ম করার পরে তার অধিনায়কত্ব নিয়ে চলে আরো বেশি আলোচনা। কিন্তু অধিনায়কত্ব পেয়ে নিজের ফর্ম আর দলের ফর্ম কিছুতেই ফেরাতে পারছেন না মাহমুদুল্লাহ।

প্রথমে বাংলাদেশের হয়ে ব্যাট করতে মাঠে নেমে তামিম-সৌম্য শুরুটা ভালোই করেছিল। কিন্তু বেশি মারমুখি হয়ে গিয়ে সৌম্য ও তামিমের চলে যাওয়া এবং অধিনায়ক মাহমুদউল্লাহ টি-২০ ম্যাচে এসে টেস্ট মেজাজে ব্যাটিং ব্যর্থটায় আর এগুতে পারেনি বাংলাদেশ।

তবে, ৮ বলে ১ রান, টি-টোয়েন্টিতে এ কেমন ব্যাটিং? ভক্তরা যেন মাহমুদউল্লাহর এই রুপ মতেও সহ্য করতে পারছেন। ২০ ওভারের ম্যাচে টেস্ট মেজাজ! অধিনায়কের কাছ থেকে এমন দায়িত্বহীন ব্যাটিং যেন হারের জন্য অন্যতম দায়।

আর সেটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর মনে থেকেই যায়। য়ার সেই সংশয়কে কতোটা ত্যাগ করতে পারেন মাহমুদুল্লাহ সেটাকে দেখতে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচ পর্যন্ত।