‘অনেক কিছু করে ফেলেনি’

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে বাংলাদেশের এই রেকর্ড জয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বরং টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা কেবল শিখছে বলেই মনে করেন তিনি।

এ প্রসঙ্গে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ভলো একটা জয় পেয়েছি। কিন্তু তার মনে এই নয় যে, অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, ওই জয়টা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতি ম্যাচ থেকেই শেখার থাকে। যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করছি।’

শ্রীলঙ্কা ম্যাচের পর তিনদিন সময় পেয়েছে বাংলাদেশ। কিন্তু দুই দিন প্রাকটিস ছাড়া কাটিয়েছে তারা। খারাপ উইকেট ও আবহাওয়ার কারণে গতকাল ও আজ প্রাকটিস করতে পারে নি টাইগাররা। আর তাই মানসিক প্রস্তুতির উপরই জোর দিচ্ছেন রিয়াদ।

তিনি বলেন, ‘কিছু করার নেই। মানসিক প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিলাম কারণ আমাদের মানসিক প্রস্তুতি ছিল। সবাই একটা জয় চাচ্ছিলাম। দলের প্রতিটা স্টাফ, কোচিং বিভাগ, খেলোয়াড়- সবাই খুব করে জিততে চাচ্ছিলাম। আমরা পেরেছি।’