অবশেষে দারুণ সুসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স!

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ এপ্রিল পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। যেখানে আর মাত্র ১৮ দিন বাকি। তবে এ আসর শুরু হবার আগেই অনেক নাটক হয়ে যায় কলকাতা শিবিরে। নিলাম থেকে বাদ পড়েন গম্ভীরসহ বেশকিছু সিনিয়র খেলোয়াড়। এরপর ৯.৬ কোটি রুপিতে কেনা অস্ট্রেলিয়ান তারকা ক্রিস লিনের ইনজুরি বাড়তি চাপ ফেলে কলকাতা শিবিরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে কাঁধে চোট পায় ক্রিস লিন। যার ফলে পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করেননি তিনি। এমনকি আইপিএলে অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। কারণ শুরুর দিকে লিনকে না পেলে বড় ধরণেরর ঝামেলার মুখে পড়তে হবে কেকেআরকে।

তবে সম্প্রতি ইনজুরি থেকে ফেরা এবং আইপিএলে অংশগ্রহণ নিয়ে ক্রিকেট.কম.ইউ’র মুখোমুখি হন ক্রিস লিন। সেসময় তিনি বলেন, ‘ফিজিও আমার ফিটনেসে স্বস্তি প্রকাশ করেছে। চাইলে আমি আইপিএলের প্রথম ম্যাচ থেকেই অংশ নিতে পারি এবং আমি প্রস্তুত। এমনকি ফেরার জন্য আমি সবকিছু করতে রাজি।’

সবশেষে তিনি আরো বলেন, ‘গতসপ্তাহ ধরে আমি ব্যাটিং অনুশীলন করছি। আর আমি যদি সম্পূর্ণভাবে এটি চালিয়ে যেতে পারি তবে বুঝবো পুরোপুরি ঠিক হয়ে উঠেছি।’