অবশেষে পরিবর্তন হলো আইপিএলের সময়সূচীর

আগামী ৬ই এপ্রিল এ শুরু হওয়ার কথা আইপিএলে ওপেনিং স্রেমনি। সেই অনুষ্ঠানের মাধ্যমেই মাঠে গড়ানোর কথা ছিলো ১১তম আইপিএলের। প্রথম ম্যাচে মুখোমুখি হোয়ার কথা ছিলো চেন্নাই এবং মুম্বাই।

কিন্তু তাতে বাধ সাধলো চীফ অফ অ্যাডমিনিস্ট্রিশন(সিওও)।

আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রস্তাবকে কার্যত একধাক্কায় ডাগ আউটে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ।

সূচি অনুযায়ী, ৬ এপ্রিল ব্র্যাবোন স্টেডিয়ামে একাদশ আইপিএলের গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ড সূত্রে খবর, ৭ এপ্রিল হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে ওয়াংখেড়েতে হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

শুধু এটাই নয়। আইপিএলের বাজেটেও কমানো হয়েছে এই নোটিশে। আইপিএল গভর্নিং কাউন্সিল প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৫০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছিল। কিন্তু, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর এক ধাক্কায় ২০ কোটি টাকা কমিয়ে ৩০ কোটি টাকার মধ্যে খরচের পরিমাণ বেঁধে রাখার নির্দেশ দিয়েছে।