অবসর ভেঙ্গে রাশিয়া বিশ্বকাপে ফিরছেন ইব্রাহিমোভিচ!

২০১৬ সালে ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুইডেনের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলবে তার দল। আর এমন সময় জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়নি বলেই জানালেন এই ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তার এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন সুইডেনের কোচ জ্যানি অ্যান্ডারসন।

সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জাতীয় দলকে মিস করি। যখন আপনি ২০ বছর ধরে ফুটবল খেলবেন এবং তখনও দেখবেন যে আপনার সমবয়সীরা তাদের জাতীয় দলের হয়ে খেলছে, তখন মনকে বোঝানো কঠিন। তবে আপনি যদি ইনজুরি আক্রান্ত হন তাহলে খেলাটা কঠিন। সেটা যেমন আপনার ক্লাবের হয়ে, তেমনি দেশের হয়েও।’

তিনি আরও বলেন, ‘আমি গেল ২০ বছর ধরে ফুটবল খেলছি। হঠাৎ এমন অবস্থায় চলে যাই যে আমাকে প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলতে হয়েছে। আমি সেটা মেনে নিয়েছি। কারণ এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এখনো আমি কঠোর পরিশ্রম করছি। লড়াই করছি। টার্গেট নির্দিষ্ট করে এগিয়ে যাচ্ছি।’

এছাড়াও জাতীয় দলে ফিরতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। আসলে আমি উপলব্ধি করতে চাই যে আমি ভালো পারফর্ম করতে পারব। দেশকে কিছু দিতে পারব। আমি কেবল আমার নামের উপর ভর করে রাশিয়া যেতে চাই না। দলকে কিছু দিতে চাই। আমি মনে করি না জাতীয় দলে ফেরার দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সেটার জন্য প্রথমে আমাকে খেলতে হবে। তারপর জাতীয় দলের জন্য আমি লক্ষ্য ঠিক করব। আসলে যখন আমার ফেরার বিষয় নিয়ে কথা ওঠে, তখন আমারও ভালো লাগে।’

অন্যদিকে সুইডেনের কোচ অ্যান্ডারসন বলেন, ‘ইব্রা যদি ফিরতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাব।’