অবিশ্বাস্য রেকর্ডের সামনে দাড়িয়ে রোনালদো

রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদোর লা লিগায় গোল ৩০৩টি। তার সামনে আছে কেবল লিওনেল মেসি যার গোল ৩৭৩টি। রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগেও করেছিল ৮৪টি গোল। ফলে ইউরোপের সেরা দুটি লিখে খেলা রোনালদোর লিগ গোল ৩৮৭টি। দুই লিগ মিলিয়ে রোনালদো টপকে গেছে লিওনেল মেসিকে। কিন্তু এখনো রোনালদোর থেকে অনেকেই এগিয়ে আছে লিগে গোলের দিক থেকে। আর রোনালদোর নজর এখন সেদিকেই।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। কিন্তু সারা বিশ্বের সব লিগ মিলিয়ে অফিসিয়াল ম্যাচে সর্বোচ্চ গোল দাতার আসনে রোনালদোর অবস্থান নবম। শীর্ষে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা পুসকাস। ৫৩৩ ম্যাচে তার গোল ৫১১টি যা এখনো পর্যন্ত লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল।

রোনালদোর একেবারেই নিকটে এখন আছেন ক্যামেরুন তারকা রজার মিলা। ক্যামেরুন, ফ্রেঞ্চ ও ইন্দোনেশিয়ার লিগ মিলিয়ে তিনি ৭১২ ম্যাচে ৪০৫ গোল করেছেন। আর মাত্র ১৮টি গোল করলেই তাকে ছাড়িয়ে যাবেন রোনালদো।

তবে শীর্ষে উঠতে হলে রোনালদোর আরো ১২৪ গোল প্রয়োজন। ৩৩ বছর বয়সী রোনালদো কি পারবে পুসকাসের এই অল টাইম সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে নিজের নাম লিখতে?