অভিজ্ঞতা বাজারের জিনিস না : মাশরাফি

ম্যাচের শুরুতে বাংলাদেশি বোলাররা যা করেছে তা নিশ্চয় অসাধারণ। কিন্তু শেষের দিকে বোলার রা তা ধরে রাখতে ব্যর্থ হন। যাই হোক শ্রীলংকা বাংলাদেশকে টার্গেট দেয় ১৬০ রানের। বাংলাদেশ ১৬০ রানের লক্ষ্যে ব্যাত করতে নেমে লিটন দাস শূন্য রানে আউত হন।সাব্বির রহমান নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেন নি। বলা যায় ১৩ রান করে নিজেকে বিলিয়ে দেন।
তখন ভরশা এসে দাড়াই সেই পুরোনোদের উপর। তামিম ৪২ বলে ৫০ রান করেন। সঙ্গে মুশফিকুর রহিমের ২৮ রান। ধীরে ধীরে এগোচ্ছিল বাংলাদেশ।দলের এই দুই তারকা ব্যাটসম্যানের বিদায়ের পর সৌম্য সরকার ফেরেন মাত্র ১০ রানেই। তার পর সাকিব দলকে টেনে তোলার চেষ্টায় তবে দলের জয়ের কান্ডারি হয়ে দারান মাহমুদুল্লাহ।

এমন দুর্দান্ত জয়ে মুগ্ধ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার দের জয়ে জিতে যান তিনিও। দেশের জয়ে উচ্ছ্বসিত মাশরাফি অভিবাদন জানান জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লেখেন, ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না…’।
মাশরাফি বলেন, মাহমুদুল্লাহকে নিয়ে নাটক কম হয়নি। গত বছর শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাদ দেয়া হয় এই অভিজ্ঞ খেলোয়াড়কে। সেই মাহমুদুল্লাহ জানান দিয়ে যাচ্ছেন নিজের যোগ্যতা।