অলরাউন্ডার হতে চান তাসকিন

ব্যাটিং ব্যর্থতা বলতে মুলত টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদেরই বুঝায়। তবে লোয়ার অর্ডারে যারা খেলেন তাদের ভূমিকা নিয়েও সন্তুষ্ট নন তাসকিন আহমেদ। তাই শোনালেন নিজের আশা রকথা। সেটা হল, নিজেকে তিনি অলরাউন্ডার হিসেবেই গড়ে তুলতে চান।

তাসকিন একজন বোলার। বোলিংটাই মুল শক্তি তার। কিন্তু সেই বোলিংটাই তিনি ভুলতে বসেছেন। লাইন লেন্থই ঠিক রাখতে পারছেন না তিনি। তার মাঝেই তিনি শোনালেন অলরাউন্ডার হওয়ার স্বপ্ন।

লোয়ার অর্ডারদের নিয়ে দুর্ভাবনা বাংলাদেশের দীর্ঘদিনের। কিছুদিন আগে লোয়ার অর্ডারদের জন্যই আনা হয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নিলকে। দলের অনুশীলনেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় লোয়ার অর্ডারদের। তাসকিন শুধু দলের অনুশীলনকেই যথেষ্ট মনে করছেন না। শোনালেন বাড়তি অনুশীলনের তাগিদ। জানালেন নিজের লক্ষ্যের কথাও।

তিনি বলেন, অনুশীলনের পাশাপাশি নিজেদের ইচ্ছা শক্তিটাকেও কাজে লাগাতে হবে। আমাদের অনেক কিছু শেখানো হয়। কিন্তু উন্নতি করতে হলে নিজেদেরও কিছু অনুশীলনের দরকার। নিজেদের থেকেই সেই ইচ্ছাটা আসতে হবে। আমারও ইচ্ছা ভবিষ্যতে অলরাউন্ডার হয়ে উঠা।