অস্ট্রেলিয়ার এমন কাণ্ডে যে কারণে খুশি বাংলাদেশের সাবেক কোচ!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতি (বল টেম্পারিং) এর মত জঘন্য কাজের জন্য ক্রিকেট বিশ্বে কলঙ্কিত অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার এমন কাণ্ডে অস্ট্রেলিয়ার কারো খুশি হবার কথা নয়। কিন্তু এমন ঘটনায় খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এক ক্রিকেটার। ট্রেভর চ্যাপেল যিনি কিনা বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছেন। এতদিন অস্ট্রেলিয়ার কলঙ্কিত ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে জায়গা পেয়েছেন গড়িয়ে গড়িয়ে বল (আন্ডার আর্ম) করায়।

এ প্রসঙ্গে সিডনির ডেইলি টেলিগ্রাফকে ট্রেভর বলেছেন, ‌’এত দিন আমিই ছিলাম অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে কলঙ্কিত ঘটনার নায়ক, গুগলে সবার আগে আমার নামই আসত। ভেবে স্বস্তি হচ্ছে, সবচেয়ে কলঙ্কিত নায়কের এই মনিহার এখন আর আমার নামে থাকবে না।’

তিনি আরো বলেন, ‘সেদিন আমি যা করেছিলাম, তা আজীবন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। স্মিথ আর ব্যানক্রফটের বেলায়ও তা-ই হবে। বাকিটা জীবন এ নিয়ে তাদের ধুঁকতে হবে। সব সময়ই তাদের স্মরণ করা হবে অস্ট্রেলীয় ক্রিকেটকে, যারা বিতর্কিত করেছে। এই ঘটনা ওদের দুজনকে জীবনের শেষ দিন পর্যন্ত পোড়াবে কি না জানি না। তবে আমি এই ৩৭ বছরেও তা পেছনে ফেলে আসতে পারিনি।’

সবশেষে ট্রেভর বলেন, ‘মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমাকে বছরের পর বছর এ নিয়ে অপবাদ দেওয়া হয়েছে। এ ঘটনা বারবার জানতে চাওয়া হয়েছে। আমার বিয়ে ভেঙে গিয়েছিল, এরপর আর বিয়ে করিনি। আমার কোনো সন্তানও নেই। এই জীবনটা এখন আমি শিশুদের কোচিং করিয়ে আর গলফ খেলে কাটিয়ে দিই।’