অ্যান্ডারসনকে পিছনে ফেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে রাবাদা!

কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরই ফলে চার ম্যাচ টেস্টে সিরিজে ১-১ এ সমতায় ফিরল তারা। কিন্তু আগ্রাসী আচরণের জন্য এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানের সাথে শারীরিক সংঘর্ষে যাওয়ার প্রবনতার কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তরুণ ফাস্ট বোলার। আর তাই সিরিজের বাকি দুই টেস্ট খেলা হচ্ছে না তার।

তবে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে আবারো ফিরেছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। দ্বিতীয় টেস্টে ১৫০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন রাবাদা। যার ফলে দ্বিতীয় টেস্টটি ছয় উইকেটে জিতে যায় তারা। সেই সঙ্গে দ্বিতীয় টেস্ট শেষ হবার পরের দিনই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

আর সেই র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রাবাদা। যার ফলে শীর্ষে থাকা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে দ্বিতীয়তে নামিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত শীর্ষে উঠেছেন তিনি। তবে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় এখন আর পয়েন্ট বাড়ানোর সুযোগ নেই তার সামনে।