‘আইপিএলে অংশ নিতে পারবে না ওয়ার্নার-স্মিথ’

বল বিকৃতি (বল টেম্পারিং) হল বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি জঘন্য ঘটনা। আর এই জঘন্য কাজে ফেঁসে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ পেসার ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার ক্যামেরন ব্যানক্রফট। আর তার এমন ঘটনার জন্য তার পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্ষোভ প্রকাশ করে অধিনায়ক স্মিথের উপরও।

আর এমন জঘন্য ঘটনার জন্য শাস্তি হিসেবে স্মিথকে এক টেস্ট ম্যাচে নিষদ্ধ হবার পাশাপাশি ম্যাচ ফির একশো শতাংশ কেটে নেয় আইসিসি। অন্যদিকে ব্যানক্রফটকে শুধুই ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ করে দেয়া হয়।

একই সঙ্গে আইপিএলের রাজ্যস্থান রয়্যালস থেকে অধিনায়কের পদ থেকে অপসারণ করা হয়েছে স্মিথকে। এ প্রসঙ্গে পিটিআইকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছে, ‘সত্যিকার অর্থে স্মিথ সৎ ক্রিকেটার নয়। কারণ সে বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত। আমরা চিন্তা করেছি ক্লিন ইমেজ নিয়েই আসর শুরু কররো। সে জন্য চাচ্ছি তাকে (স্মিথ) অধিনায়কের পদ থেকে সরালাম। সে শুধু মাত্র একজন ব্যাটসম্যান হিসেবেই রাজ্যস্থানে অংশ নিবে।’

অন্যদিকে ওয়ার্নার-স্মিথকে আইপিএল থেকে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার আতুল ওয়াসেন। তিনি বলেন, ‘একজন অধিনায়ক হয়ে স্মিথ ও ওয়ার্নারের এমন কাজ সত্যি নিলর্জ্জের। আমি চাই তাদের গোটা আইপিএল থেকে বহিষ্কার করে দেয়া হোক। একম্যাচ-দুইম্যাচে বসিয়ে রেখে লাভ কি? পুরো আসর থেকে তাদের ব্যান করাই হবে উত্তম কাজ।’

তিনি আরো বলেন, ‘মাত্র আট টেস্ট খেলা ক্যামেরুণের মতো একজন জুনিয়রকে দিয়ে এমন কাজ করিয়ে সত্যিই অন্যায় করেছেন স্মিথ-ওয়ার্নার। এতগুলো ক্যামেরার সামনে সরাসরি এমন ঘৃণিত কাজ করে অস্ট্রেলিয়ার জন্য দুর্নাম কিনেছে দেশটির ক্রিকেটাররা।’