আইপিএলে যাওয়ার আগেই যেখানে আক্ষেপ সাকিবের!

নিদাহাস ট্রফি শেষ করে যেখানে সবাই ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত সেখানে আপাতত কোনো ব্যস্ততার মাঝে নেই বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কারণ ঘরোয়া লিগে তার দল মোহামেডান অনেক আগেই বাদ পড়ে গেছে। আর তাই এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ভাবছেন তিনি।

কিন্তু আইপিএল শুরু হবে আগামী ৭ এপ্রিল। আর এই অবসরের সময়টা ভালো লাগছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আইপিএল শুরুর আগের এই আক্ষেপের কথা জানালেন নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলে যাওয়ার আগে কিছু ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। আপাতত কোনো সুযোগ দেখছি না। তাছাড়া ম্যাচ অনুশীলনটা থাকলেও খুব ভালো হতো।’

এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রয়োজনীয়তার কথা গণমাধ্যমকে জানান সাকিব। তিনি বলেন, ‘শুনেছিলাম, সুপার লিগে যে ছয়টি দল উঠবে, তাদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার কথা। সেটা হলে খুবই ভালো হবে। এতে সব দেশীয় খেলোয়াড় খেলবে। তাই এই টুর্নামেন্টের আয়োজন হলে দেশের ক্রিকেট উপকৃত হবে।’

অন্যদিকে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটির ক্ষত এখনো মনে আছে সাকিবের। বলেন, ‘খুব কাছ থেকে ফিরে আসছি, এটা মেনে নেওয়াও কঠিন। চেষ্টা করছি এভাবে যেন বারবার ফিরে আসতে না হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে পারি।’