আইসিসি র‌্যাংকিংয়ে কাটার মাষ্টারের অবস্থান ১০ এর নিচে নামল

নিদাহাস ট্রফিতে ফাইনালে দলীয় ১৮ ওভারে কাটার মাষতার দেখালেন যে যাদু তা আজীবন মনে রাখবে ক্রিকেট বদ্ধারা।পর পর ৪ তা ডট বল ভাবা যায় যখন ভারতিয়দের রানের দরকার তার রানের চাপে আছে। যদিও বাংলাদেশ হেরেছে তথাপি লরাই করে বিরের মত হেরেছে।হয়ত রুবেলের ১ ওভারে ২২ রান না দিলে হিসাবতা অন্য রকম হতে পারত। তবে ভারতিয়দের জয়ের নায়ক ঐ দিনেশ কার্তিকের ব্যাটিং নৈপুণ্যে নিদাহাস ট্রফিটি নিজেদের করে নেয় ভারত।
স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়জিত ত্রিদেশীয় এই ৫ ম্যাচে বাংলাদেশের কাটার মাষতার মুস্তাফিজ মোট ৭ উইকেট নিয়েছেন।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছেনএই কাটার মাষ্টার ক্ষ্যত দ্য ফিজ। বাংলাদেশি বোলার দের মধ্যে সাকিব আল হাসান ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে ১৩ তম অবস্থানে আছেন।এদিকে ভারতীয় বোলারদের মধ্যে ১২ ধাপ এগিয়ে দুই নম্বরে চলে এসেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ১৫১ ধাপ এগিয়ে ৩১তম অবস্থানে জায়গা করে নিয়েছেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর।

যাই গোক  এক নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন আফগান তরুণ রশিদ খান। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ইস সোধি। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রির অবস্থান তৃতীয়। পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম রয়েছেন চতুর্থ স্থানে। নিউজিল্যান্ডের পেস তারকা মিচেল স্ট্যান্টনারের অবস্থান পঞ্চম। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির রয়েছেন সপ্তম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন নবম ও আরব আমিরাতের পেসার মোহাম্মদ নাভিদ দশম স্থানে রয়েছেন।