আগেই ছাপানো হয় ভারত-শ্রীলঙ্কা ফাইনালের কার্ড!

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আগামীকাল ১৮ই মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ফাইনালে শ্রীলঙ্কাকেই ধরে নিয়েছিল আয়োজক কমিটি। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কায় খেলবে এমনটিই মনে করেছিল আয়োজক কমিটি।

আর তাইতো সেমিফাইনাল শেষ হওয়ার আগেই ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ উপলক্ষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্টেডিয়ামের অতিথিদের গাড়ির গেট পাস তৈরি করে ফেলেছিল। আর তাতে ফাইনালের দুই দলের নাম দেয়া ছিল ভারত-শ্রীলঙ্কা। একই সঙ্গে ম্যাচটির তারিখ আগামী ১৮ই মার্চ। বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ প্রেসিডেন্ট বক্সের আমন্ত্রিত সব অতিথিকেই দেওয়া হয়েছে এই কার পাস। আর এই কার পাস দেখে বিস্মিত হয়েছেন সবাই।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের জন্য দু-তিন দিন আগেই কার পাস সরবরাহ করে শ্রীলঙ্কা বোর্ড, তাতে ফাইনালের দুই দলের নাম লেখা ভারত ও শ্রীলঙ্কা। আমরাসহ এখানকার সব অতিথিই এই কার পাস পেয়েছেন।’

অন্যদিকে এ নিয়ে গতকালের ম্যাচের আগেই প্রশ্ন উঠল না কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে আজকের (গতকাল) ম্যাচ শেষ হওয়ার আগে এটা নিয়ে কেউ ভাবেনি। বাংলাদেশ ফাইনালে ওঠার পরই বিষয়টা আলোচনায় এসেছে।’