আজকের ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রেখে যা বললেন মাহেলা জয়াবর্ধনে

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সারে সাতটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই তিন জাতির ট্রুনামেন্ট দিয়েই নিজেদের ট্রফির হাহাকার ঘোচাতে চায় বাংলাদেশ।

আর এই হাহাকার ঘোচানোর ম্যাচে পূর্ন শক্তি নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।

মাহেলা জয়াবর্ধনের ফেবারিট ভারত—নিদাহাস ট্রফির ফাইনালের আগে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে তিনি ভারতকে ফাইনালের ফেবারিট বললেও বাংলাদেশকে সুবিধাজনক অবস্থাতেই দেখছেন। তাঁর মতে, বাংলাদেশ আজকের ফাইনালে পুরোপুরি চাপমুক্ত থেকে খেলাতে পারবে।

বাংলাদেশের হারানোর কিছু নেই বলেই মন্তব্য তাঁর, ‘বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছুই আছে। যেহেতু রাউন্ড রবিন লিগের দুটি ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, তাই তারা ফাইনালে আন্ডারডগ হিসেবে খেলাটা উপভোগ করার অবস্থায় আছে। খুব বেশি প্রত্যাশার চাপ তাদের গ্রাস করবে না বলেই মনে হয়।’
সাবেক লঙ্কান অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে চাপ জয় করার লড়াই। তবে ব্যাটিং সামর্থ্যে তিনি বাংলাদেশকেই কিছুটা এগিয়ে রাখতে চান, ‘ভারত পেস বোলিং ডিপার্টমেন্টে অনেক এগিয়ে। কিন্তু ব্যাটিংটা ধরলে ব্যাপারটা সমানে-সমান। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং অনেক কিছুই করতে পারে। অভিজ্ঞতায় তারা এগিয়ে। তবে দিনের শেষে চাপটা যারা ভালোমতো মোকাবিলা করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সদ্ব্যবহার করার ওপরও অনেক কিছুই নির্ভর করছে।’