আটক করা হয়েছে জাফর ইকবালের উপর হামলাকারীর চাচাকে

গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জনপ্রিয় লেখক এবং সাহিত্যকার হুমায়ুন আহমেদের ভাই জাফর ইকবালের উপর ছুরকাঘাত করেছে সন্ত্রাসীরা। তার জন্মস্থান বিকেলেতার সিলেটে এই ঘটনাটি ঘটেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে  মুক্তমঞ্চের পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করাহয়। হামলাকারীর নাম ফয়জুল। বয়স আনুমানিক ২৫ বছর।জাফর ইকবালের হামলাকারী যুবককে পরে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এদিকে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের চাচা লুলইকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ র‌্যাব ৯ এর ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লুলইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়।