আফগান স্পিনে ধরাশায়ী ওয়েস্টইন্ডিজ

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে আফগান স্পিনের কাছে ধরাশায়ী হয়েছে ওয়েস্টইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯৭ রানেই থামে ক্যারিবিয়দের পথ চলা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোন রকমে সুপার সিক্সে উঠা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ। তবে সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমানে ব্যর্থ হয় ক্যারিবিয় ব্যাটসম্যানরা। মাত্র ৫৩ রানেই হারায় গেইল (১), লুইস (২৭) ও হেটমায়েরের (১৫) উইকেট।

এরপর কিছুটা হাল ধরনের স্যামুয়েলস ও সাই হোপ। দুজনে মিলে ৫৫ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১০৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রান করে স্যামুয়েলস বিদায় নিলে হোপের সাথে হোল্ডার আরো একটি ৫০ রানের জুটি গড়ে বড় সংগ্রহ করার কিছুটা আশা দেখান।

কিন্তু এরপর দলীয় ১৫৮ রানের মাথায় হোল্ডার (২৮) আউট হতেই ভেঙে পড়ে ক্যারিবিয়দের ইনিংস। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ১৯৭ রানেই। সাই হোপ করেন ৪৩ রান।

আফগানিস্তানের পক্ষে মুজিবুর রহমান ৩টি, মোহাম্মদ নবি ২টি, রশিদ খান ১টি উইকেট নেন।