আফ্রিকার বিপক্ষে ৩২২ রানের লজ্জার হার অষ্ট্রেলিয়ার

বল ট্যাম্পারিংয়ের জেরে এবার তার প্রভাব পড়ল মাঠের খেলায়। দক্ষিন আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ৩২২ রানের বিশাল ব্যবধানে হেরেছে অজিরা। আজ নিজেদের দ্বিতীয ইনিংসে দক্ষিন আফ্রিকার দেয়া ৪৩০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৭ রানেই অল আউট হয়েছে অজিরা।

অজিদের দ্বিতীয় ইনিংসে ধ্বস নামান মর্নে মর্কেল। তিনি একাই নেন ৫টি উইকেট। ম্যাচে অষ্ট্রেলিয়ার বেনক্রফট ২৬ ও ওয়ার্নার করেন ৩২ রান। তৃতীয় সর্বোচ্চ ১৬ রান করেন মিশেল মার্শ। এছাড়া খাজা (১), স্মিথ (৭), শন মার্শ (০), পেইন (৯), কামিন্স (০), স্টার্ক (৭), লায়ন (০), ও হ্যাজলউড করেন ৫ রান।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান করেছিল দক্ষিন আফ্রিকা। দলের ভিলিয়ার্স ৬৩, মারক্রাম ৮৪, ডি কক ৬৫ ও ফিলান্দার ৫২ রান করেন।

চুড়ান্ত রান সংখ্যা: দক্ষিন আফ্রিকা ৩১১ ও ৩৭৩। অষ্ট্রেলিয়া ২৫৫ ও ১০৭।