আফ্রিদির তাণ্ডবে নতুন রেকর্ড!

শহিদ আফ্রিদি চলতে থাকলে তাঁকে থামানো সম্ভবই না। পাকিস্তান সুপার লিগে অনন্য কীর্তি ‘বুমবুম’ আফ্রিদির।  ব্যাটে বলে ঠিকঠাক হলে শহিদ আফ্রিদিকে আর পায় কে! পাকিস্তান সুপার লিগ-এর খেলায় অনন্য কীর্তি ‘বুমবুম’ আফ্রিদির। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এমন এক রেকর্ড গড়লেন, যা এর আগে কেউ করতেই পারেননি।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও পেশোয়ার জালমি একে অপরের মুখোমুখি হয়েছিল। পরপর চার বলে চারটি বিশাল ছক্কা হাঁকান আফ্রিদি। তাঁর মারমুখী ব্যাটিংও জেতাতে পারেনি করাচি কিংসকে। পেশোয়ার জালমি ৪৪ রানে ম্যাচ জিতে নেয়।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে পেশোয়ারকে ম্যাচটি জিততেই হত। ম্যাচ হেরে আফ্রিদির করাচি কিংস দুই থেকে তিন নম্বর স্থানে নেমে আসে।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফ্রিদির ব্যাটিংয়ে জয়ের আশা জেগেছিল করাচির সাজঘরে। ১৯ বছরের পাক পেসার সামিন গুলের তিনটি বলে তিনটি ছক্কা হাঁকান আফ্রিদি। পরের ওভারে অফ স্পিনার লিয়াম ডসনের বলে আবারও ছক্কা মারেন তিনি। পিএসএল-এ টানা চার বলে চারটি ছক্কা মারার রেকর্ড আগে কেউ গড়েননি। আফ্রিদি গড়লেন নতুন রেকর্ড।