আফ্রিদির মহানুভবতা

মানবতার কল্যাণে শহিদ আফ্রিদি প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হয়ে থাকেন। বিশ্ব ক্রিকেটে তার দাপট কম নয়। তবে তাকেও ছাড়িয়ে যাচ্ছে তার মহানুভবতা। এবার পাশে দাঁড়ালেন পাকিস্তানের জাতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক মনসুর আহমেদ এর পাশে। মনসুর দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিত্সার ব্যয়ভার বহনে এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি।

আফ্রিদি জানিয়েছেন,‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন মনসুরের চিকিত্সার যাবতীয় ব্যয়ভার বহন করবে। চিকিত্সার অভাবে তাকে ভুগতে হবে না।’ গতমাস থেকে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনসুর। তাকে চিকিত্সরা বিদেশে গিয়ে চিকিত্সার পরামর্শ দিয়েছেন আফ্রিদি।

মনসুরের হৃদপিণ্ড ২০ শতাংশ কাজ করছে। তাঁর অন্যান্য অঙ্গও বিকল হতে শুরু করেছে। মনসুর ১৮ দিন ধরে আইসিইউ-তে ভর্তি ছিলেন। এ জন্য যে ব্যয় হয়েছে তারমধ্যে পাঁচ লক্ষ টাকা দিয়েছে কাস্টমস এবং বাকিটা পাকিস্তান হকি ফেডারেশন। এর আগে মনসুর তার চিকিত্সার ব্যয় বহনের জন্য পাক প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮৪-র হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি আটকে পাকিস্তানের জয় এনে দিয়েছিলেন মনসুর।