আবারো মেসির ছবি ব্যবহার করে হুমকি দিয়ে যা বলল আইএস!

এবছর জুনে রাশিয়ার মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপের। ১৪ জুন পর্দা উঠে শেষ হবে ১৫ জুলাই। যেখানে বিশ্বকাপের আর মাত্র ৯০দিনও বাকি নেই সেখানে আবারো রাশিয়া বিশ্বকাপ আসরে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। গত বছর থেকেই হুমকি দিয়ে আসছে তারা।

আর তাদের হুমকিকৃত ছবিতে তারা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মত ফুটবলারদের ফটোশপ করা ছবি। এবার আবারো মেসির ছবি ব্যবহার করেছে তারা। অনলাইনে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রমের দিকে লক্ষ্য রাখা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে হুমকির এই সর্বশেষ ছবিটি পাওয়া গেছে।

ছবিটিতে দেখা যায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামের ঘাসের উপর হাঁটুগেড়ে বসে আছেন মেসি, হাত পিছনে মোড়া করে বাঁধা। পরনে রয়েছে কমলা রঙের বয়লার স্যুট। আর তার পাশে রয়েছে মুখ ঢাকা একজন আইএস যোদ্ধা। তিনি মেসির চুল মুঠো করে ধরে আছেন এবং তাদের পাশে একটি বোমা। আর সেই ছবিটিতে আরবি ও ইংলিশে একটি করে বাক্য লেখা আছে যার অর্থ বাংলায় দাঁড়ায়, ‘তাদের ঘাড়ে আঘাত কর এবং তাদের প্রতিটি আঙ্গুলের মাথায় আঘাত কর।’